বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৯ মে) সকালে আদমদীঘি উপজেলা চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিরার চত্বরে এক আলোচনা সভা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠ চন্দ্র অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপ্তি রানী রায়, ওসি রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার প্রমুখ। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেলায় উন্নত জাতের গাছের চারা, ফল ও বীজের ১২টি স্টল প্রদর্শন করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024