২৯ মে ( সোমবার ) আগ্রাবাদ মহিলা কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত এর সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন  ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ এবং  বিশেষ অতিথির হিসেবে উপস্থিত থেকে  বক্তৃব্য  রাখেন চট্টগ্রাম  জেলা তথ্য অফিসের  পরিচালক মো. আজিজুল হক নিউটন এবং বাংলাদেশ শিক্ষক সমিতি, চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. শহীদুল্লা মানিক। এসময় আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের ফটোগ্রাফার তানভীর হাসান চৌধুরী স্মার্ট বাংলাদেশ বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীর সামনে তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ  বক্তব্যে  বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ভিত্তি চারটি। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ। স্মার্ট বাংলাদেশ নির্মাণে এ চারটি নির্দিষ্ট ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। স্মার্ট নাগরিক ও স্মার্ট সরকার এর মাধ্যমে সব সেবা এবং মাধ্যম ডিজিটালে রূপান্তরিত হবে। আর স্মার্ট সমাজ ও স্মার্ট অর্থনীতি প্রবৃদ্ধি নিশ্চিত করলে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমরা সক্ষম হবো।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। গত বছরের ১২ই ডিসেম্বর তিনি ঘোষণা দিয়েছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। এ ঘোষণাটি তাঁর একটি যুগান্তকারী সিদ্ধান্ত। উন্নত বিশে^র সাথে তাল মিলাতে হলে অবশ্যই আমাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। আর কয়েক বছর পরে তোমরাই হবে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। এখন থেকেই তোমাদেরকে স্মার্ট বাংলাদেশের উপযোগী হয়ে গড়ে উঠতে হবে। নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এবং সমাজ ও দেশের সর্বক্ষেত্রে অবদান রাখতে হবে। তবেই আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সক্ষম হবো।

                                          

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024