আমি ব্যক্তি চিনি না, আমি  চিনি কাজ বললেন হুইপ স্বপন


মোঃ মনোয়ার হোসেন 

পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি


জয়পুরহাটে সোমবার বিকেল সাড়ে ৫ টায় জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের আয়োজনে জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি জয়পুরহাট জেলার বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে  বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি অনুষ্টানে উপস্থিত বিশিষ্ট নাগরিক ও সাংবাদিক বিভিন্ন সমস্যা ও উন্নয়ন অবকাঠামো নিয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে সেই সকল প্রশ্নের উত্তর দেন হুইপ স্বপন  এবং জয়পুরহাটের উন্নয়ন ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন এসময় বলেন আমি ব্যক্তি চিনি না, আমি চিনি কাজ।


উক্ত আলোচানা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেনে,জেলা আওয়ামীরীগের সিনিয়র সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলাইমান আলী, সহ সভাপতি এ্যাডঃ নিপেন্দ্রনাথ মন্ডল, সহ সভাপতি মোমিন আহম্মেদ চৌধুরী, সহ সভাপতি গোলাম হাক্কানী, সহ সভাপতি জাহিদুল আলম বেনু, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ স ম তিতাস মোস্তফা, জয়পুরহাট চেম্বার অব কর্মাসের সভাপতি আহসান কবির এপ্লব, সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা সহ আরো অনেকে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024