আজ ৩১শে মে আমার জন্মদিন! হাটি হাটি পা পা করে জীবনের ২৫ টি জ্যৈষ্ঠ পেরিয়ে ২৬তম জ্যৈষ্ঠে পা দিলাম। আজ থেকে ২৫ বছর আগে/১৯৯৭সালে মে মাসের ৩১তারিখে খুলনা জেলার দৌলতপুর থানা পাবলা উত্তর দেয়না মহল্লায় এই দিনে ভোর ৪টার দিকে বলা নেই, কওয়া নেই হুট করে জন্ম নিয়ে নিলাম ঈশ্বরের সৃষ্টি এই পৃথিবীতে। ভগবানের প্রতি হাজার হাজার প্রণাম রইলো আমার, কারণ তিনি আমাকে সুন্দর এই পৃথিবীতে পাঠিয়েছেন, মানুষ বানিয়েছেন।


খুলনা ডুমুরিয়া উপজেলা সাহস ইউনিয়নে সাহস ঘোষগাতী গ্রামে আমার বসবাস। মানুষের ভালোবাসার টানে ডুমুরিয়া সাহস ঘোষগাতী গ্রামে ভালোবাসার বন্ধনে এই পর্যন্ত। আজকের এই খুশির দিনে মা-বাবা, ভাই-বোনদের খুব পড়ছে মনে ও দাদুর কথা খুব মনে পড়ছে। সবি আছে শুধু তুমি নেই দাদু। আই মিস ইউ দাদু।


এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। হয়তোবা, আগামী বছরের এই দিনে আমি আর আমার জন্মদিন সম্পর্কে কিছু বলতে পারবো না। যদি মরে যাই? তখন তো কেও একবার মনে করেও দেখবেনা, আজকের এই দিনে কোনো এক হতভাগার জন্ম হয়েছিলো, আমাদের এই পৃথিবীতে।

আমার বাড়িতে কারও মনেই নেই, আজকে আমার জন্মদিন। থাকারও কথা না। কেননা আমাদের বাড়িতে কোনদিন কারও জন্মদিন পালন করা হয়নি। আমার পিতা মাতা এই অকাজের রীতিটা চালু করেননি। কেও কখনো জন্মদিনের গিফটও দেয়নি। রাত বারোটায় কেও ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি। জন্মদিন উপলক্ষে, লাল-নীল মেসেজ আসেনি মোবাইলে। কোনদিনই না/ কখনো না।

ইতিমধ্যে অনেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, “ আমি যেনো ন্যায়ের পথে চলতে পারি, গরীব দুঃখিদের পাশে সব সময় থাকতে পারি, ধর্মের পথে ও ন্যায়ের পথে থেকে আমার মরণ যেন হয়‍‍‌ "

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024