|
Date: 2023-05-30 07:42:50 |
আজ ৩১শে মে আমার জন্মদিন! হাটি হাটি পা পা করে জীবনের ২৫ টি জ্যৈষ্ঠ পেরিয়ে ২৬তম জ্যৈষ্ঠে পা দিলাম। আজ থেকে ২৫ বছর আগে/১৯৯৭সালে মে মাসের ৩১তারিখে খুলনা জেলার দৌলতপুর থানা পাবলা উত্তর দেয়না মহল্লায় এই দিনে ভোর ৪টার দিকে বলা নেই, কওয়া নেই হুট করে জন্ম নিয়ে নিলাম ঈশ্বরের সৃষ্টি এই পৃথিবীতে। ভগবানের প্রতি হাজার হাজার প্রণাম রইলো আমার, কারণ তিনি আমাকে সুন্দর এই পৃথিবীতে পাঠিয়েছেন, মানুষ বানিয়েছেন।
খুলনা ডুমুরিয়া উপজেলা সাহস ইউনিয়নে সাহস ঘোষগাতী গ্রামে আমার বসবাস। মানুষের ভালোবাসার টানে ডুমুরিয়া সাহস ঘোষগাতী গ্রামে ভালোবাসার বন্ধনে এই পর্যন্ত। আজকের এই খুশির দিনে মা-বাবা, ভাই-বোনদের খুব পড়ছে মনে ও দাদুর কথা খুব মনে পড়ছে। সবি আছে শুধু তুমি নেই দাদু। আই মিস ইউ দাদু।
© Deshchitro 2024