বাগেরহাটের মোরেলগঞ্জে শারমিন  (২৬) নামে এক গৃহবধুর রহস্যজনক  মৃত্যু  হয়েছে।   পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট  করে ময়না তদন্তের  জন্য  সোমবার সকালে পুলিশ বাগেরহাট মর্গে   প্রেরণ করেন। রবিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার  সদর ইউনিয়নের  ৭ নং ওয়ার্ডের  পূর্বসরালিয়া গ্রামে নিহতের  স্বামীর গৃহে এ ঘটনা ঘটে। নিহত শারমিন   ইউনিয়নের রাজমিস্ত্রী  ইয়াসিন আলীর  স্ত্রী।  
স্থানীয়রা জানায়(৪ সেপ্টেম্বর) রোববার সন্ধ্যার দিকে দিকে থেকে শারমিন আক্তারের ঘর বাইরে থেকে তালা মারা ছিল, রাত আটটার কিছু পরে নিহতের  মামী শাশুরী জানালা দিয়ে শারমিনকে অচেতন অবস্থায় মেঝেতে পরে থাকতে দেখে জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে।পরে স্থানীয়দের সহায়তায় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। 
এদিকে নিহতের মামা নুরুল মোল্লা   এবং নানা আব্দুল জব্বার সরদার দাবি করেন, পরিকল্পিতভাবেই তার ভাগ্নি শারমিনকে হত্যা করা হয়েছে। তিনি আরো দাবি করেন শারমিনের সাথে তার দুই দেবরের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল এবং শারমিনকে তার শশুরবাড়ির লোকেরা বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতো। যে কারণেই পরিকল্পনা করে শারমিনকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে  দেবর মহসিন আলী (২৭) ও  শাওন (২০) পলাতক রয়েছে।  ইয়াসিন ও শারমিনের   ২ বছরের  একটি শিশু  সন্তান  রয়েছে। 
এদিকে  নিহতের ব্যাপারে  মোরেলগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, সাইদুর রহমান জানান,  ঘটনাস্থালে গিয়ে ও লাশের সুরতহাল করে লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর  হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মামার অভিযোগের ভিত্তিতে শারমিনের শশুরবাড়ির সন্দেহভাজন কয়েকজনকে  থানায় এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মন্তব্য করেন তিনি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024