|
Date: 2023-05-30 12:54:15 |
৩০ মে মঙ্গলবার ঈদগাহ্ বস্তি স্পোটিং ক্লাব ময়দানে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে মে মুভমেন্ট সেলিব্রেশন-২০২৩ উপলক্ষে “ছড়িয়ে দিই তারুন্যের কন্ঠস্বর” -এই শ্লোগানকে সামনে রেখে বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার লক্ষে মেয়েদের নিয়ে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর এসিও সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কোতয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া, ঈদগাহ্ বস্তি স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ মজুমদার, চাইল্ড লেবার মনিটরিং কমিটি আউলিয়াপুর ইউনিয়নের সভাপতি নামজা পারভিন, গোবরাপাড়া ইউএনডিসি সহ-সভাপতি আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মোঃ মবিন উদ্দীন। ওয়ার্ল্ড ভিশন এসিও সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ প্রমিলা ফুটবল টুর্নামেন্টের পূর্বে নারী খেলোয়ারদের নিয়ে শপথ পাঠ করতে গিয়ে বলেন, আমার গ্রাম আমার দায়িত্ব। শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত। আজকে শপথ নিতে হবে যে, যেকোনো বাল্য বিবাহ আপনারা প্রতিরোধ করবেন। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ।
“শিশুশ্রম বন্ধ করি-শিশু বান্ধব পরিবেশ গড়ি”-এই শ্লোগানকে সামনে রেখে শিশুশ্রম নিরসনের লক্ষে শিশু শ্রমিক অতি দরিদ্র পরিবারের আয়-বৃদ্ধি মূলক কার্যক্রম বাস্তাবায়নের নিমিত্তে মোট দশটি শ্রমজীবী শিশুর অতি দরিদ্র পরিবারের মাঝে ৩০টি ছাগল বিতরণ করা হয়। প্রত্যেকে ৩টি করে ব্লাক বেঙ্গল ছাগী দেওয়া হয় যাতে সেই পরিবারের কোনো শিশু ঝুকিপূর্ণ শিশুশ্রম না করে এবং তারা যেন পড়াশুনায় মনযোগী ও স্কুলমুখী হয়। এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার যোহন মুর্মু, দিনো দাস। সঞ্চালকের দায়িত্ব পালন করে প্রোগ্রাম অফিসার তাপস দাস।
© Deshchitro 2024