মামলা গ্রহণ না করে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে দোয়ারাবাজার উপজেলার গত ২৬/০৫/২০২৩ খ্রিঃ তারিখ প্রতিবন্ধী মোঃ আনোয়ার হোসেন পিতা- মৃত আব্দুর রশিদ ব্যাপারী সাং- আলমখালি ০৮ নং বোগলাবাজার ইউনিয়ন থানা-দোয়ারাবাজার জেলা- সুনামগঞ্জ হুইলচেয়ারে বসে থানায় এসে নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কে বিবাদী মনফর আলীর বিরুদ্ধে জমি ক্রয় সংক্রান্ত লেনদেনের বিষয়ে পাওনা টাকা উদ্ধারের জন্য একটি দরখাস্ত দায়ের করেন। এএসআই মোঃ তাইজ উদ্দিন এর প্রচেষ্টায় গ্রামের মুরব্বিদের মধ্যস্থতায় আজ মঙ্গলবার( ৩০ই মে) আনোয়ার হোসেন তার পাওনা টাকা বুঝিয়া পেয়ে দায়েরকৃত অভিযোগ প্রত্যাহার করেন। বোগলা ইউনিয়নের আলমখালী গ্রামের প্রতিবন্ধী মোঃ আনোয়ার হোসেন এর বিরোধ নিরসন করলেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর । ৩০ ই মে দুই পরিবারের সব সদস্য এবং গ্রামের গণ্যমান্যদের উপস্থিতিতে ওসির নিজ কক্ষে বিরোধ নিরসন বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে জমি উদ্ধারে আইনি সহায়তার জন্য আনোয়ার হোসেন একটি মামলা করতে দোয়ারাবাজার থানায় যান। কিন্তু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুরো ঘটনাটি শুনে মামলা না নিয়ে বিট পুলিশিং-এর মাধ্যমে দুই পরিবারকে জমির প্রয়োজনীয় কাগজপত্রসহ গ্রামের গণ্যমাণ্যদের ৩০ মে (মঙ্গলবার ) বিকেল সাড়ে ৩টায় থানায় আসতে বলেন। দুই পরিবারের সব সদস্য এবং গ্রামের গণ্যমান্যদের উপস্থিতিতে ওসির নিজ কক্ষে বিরোধ নিরসন বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024