|
Date: 2023-05-30 16:07:53 |
মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা: নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার উব্দাখালী নদীতে অভিযান চালিয়ে ১লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক। অভিযান চালিয়ে উব্দাখালী নদী থেকে আনুমানিক ১লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক জানান, হাওরে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
© Deshchitro 2024