রাজশাহী কলেজে গবেষণা প্রস্তাব লেখা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) কলেজ অডিটরিয়ামে রাজশাহী কলেজ রিসার্চ কমিউনিটি দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে। গবেষণা কর্মশালায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ২৭টি টিম উপস্থিত নির্দেশনায় ২৭টি গবেষণা প্রস্তাব প্রস্তুত করে উপস্থাপন করেন । অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. ওয়াসীম মোঃ মেসবাহুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক ও বিশেষ অতিথি হেসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান।



এসময় ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জহিরুল ইসলামের উপস্থাপনায় কর্মশালায় আলোচনা করেন, সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির আল ফারুকী, ব্যবস্থপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুসান্ত রায় চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাজেদুর রহমান,সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জেরিন এনী,পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বারিক মৃধা, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক অনুতোষ কুমার প্রামানিক ও ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আসাদ-উজ-জামান প্রমূখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024