প্রিয় নাম

 নাদিরা আক্তার



আমার প্রিয় নাম হযরত মুহাম্মদ মুস্তফা (স) 

যিনি করেছেন প্রচার দ্বীন ইসলাম,

যাহার স্পর্শে মরুতে জন্মে তৃণলতা

মরা গাছেও গজায় ডাল-পাতা।


 

মদীনায় শুয়েও যিনি এখনো কাঁদেন

পাপী উম্মতেরই জন্যে,

করেন দোয়া রাব্বুল আলামীনের নিকট

রহমতে, বরকতে হয় পূণ্য এই ভুবন। 



যিনি ছিলেন দয়ার সাগর

ছিলেন ক্ষমাশীল,

কতনা দিয়েছি দুঃখ-কষ্ট, 

লাঞ্ছনা করেননি অভিশপ্ত নিখিল ধরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024