|
Date: 2023-05-31 01:28:44 |
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পুকুর থেকে জাহিদ হাসান নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। জাহিদ উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকার আসাদুলের ছেলে। গত সোমবার রাত সাড়ে ১১ টার দিকে ওই এলাকার একটি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, সোমবার রাতে জাহিদ হাসানকে তার বাড়ির পাশে একটি পুকুরে পানিতে ভাসতে দেখে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান কে মৃত ঘোষণা করেন। জাহিদ নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানায়।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, এ ঘটনা থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।
© Deshchitro 2024