হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম বাজারে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। জানা যায় যে, ৩০মে দিবাগত রাত সাড়ে ১১টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।  এসময় আগুনের লেলিহানে ১টি এলোপ্যাথিক ফার্মেসী,  ১টি ইলেকট্রনিকস, ৩ টি সেলুন ও ৪টি প্রসাধনী ও মুদিমাল ব্যবসায়ীর মালামালসহ দোকান- পাট আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। প্রতিদিনের ন্যায় বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে গেলে যায়। এলাকাবাসী হাফিজ মিয়ার মুদি মালের দোকানে আগুন দেখতে পায়। এখবরটি ছড়িয়ে পড়লে স্হানীয় লোকজন ও ব্যবসায়ীগণ এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। স্হানীয়দের ধারণা  মতে আগুনটি বিদ্যুতিক সার্কিট হতে লেগেছে। কিন্তু মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ী ও এলাকাবাসীর মতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার উপরে হবে বলে ক্ষতিগ্রস্থ হবে বলে জানায়।মুূদি মাল ব্যবসায়ী নিকেশ দাশ, হেমরাজ দাস, হাফিজ মিয়া ও রিপন চক্রবর্তী, সেলুন ব্যবসায়ী অজিত দাস, ভানু শীল, কাজল শীল, ফার্মেসী ব্যবসায়ী অঙ্গদ দাস ও ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী সনজিত দাসের দোকান সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এব্যাপারে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  বিভাগের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান,  আমারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি । সময় মত না গেলে সারা  বাজারে ছড়িয়ে পড়তো। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024