|
Date: 2023-05-31 11:59:20 |
লালমনিরহাট জেলা পুলিশের আওতাধীন পাটগ্রাম থানা পুলিশের উদ্যোগে দহগ্রাম ইউনিয়নের সরদারপড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষদের নিয়ে বাল্যবিবাহ,যৌতুক,নারীনির্যাতন,মানবপাচার,গুজব,মাদক,ইভটিজিং,চুরি, ছিনতাই,জঙ্গীবাদ,ডাকাতি,ভাড়াটিয়া তথ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে সাধারণ জনগণকে সচেতন করছে।
সরদারপাড়া এলাকার বাসিন্দা আরমান সজীব জানান, পুলিশ নিয়মিত সাধারণ জনগণকে নিয়ে বৈঠক করছে। ডাকাতি যেন না হয় এ জন্য এলাকাবাসী ও পুলিশ প্রতিরাতে পাহারা দিচ্ছে। আমাদের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত সহযোগীতা করে যাচ্ছি। আমরাও চাই সমাজ ভালোভাবে চলুক। পুলিশের উঠান বৈঠককে সাধুবাদ জানিয়ে বলেন, ভাড়াটিয়াদের তথ্য থানায় নেওয়ার কারণে অপরাধ কমবে বলে আশা করি। এটি একটি ভালো কাজ। সবাই এখন সচেতন হচ্ছে।
উঠান বৈঠকের ব্যাপারে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, পাটগ্রাম থানার বিভিন্ন এলাকায় ডাকাতি চুরি, ছিনতাই যেন না হয় এ জন্য নিয়মিত চেকপোস্ট বসানো হয়েছে। এলাকাবাসীকে দিয়ে পুলিশ বাহিনীর পাশাপাশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। সামাজিকভাবে জঙ্গীবাদ ও মাদকের ক্ষতির দিকগুলো তুলে ধরে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত উঠান বৈঠক করে যাচ্ছি। সমাজের সকলে যেন মাদককে ঘৃণা করে এবং প্রতিরোধ করতে পারে। সিনিয়রস্যারদের নির্দেশে উঠান বৈঠক কার্যক্রম চলমান আছে।
© Deshchitro 2024