তরঙ্গিণী

লেখক: রোমান মিয়া



ব্যস্ত নগরী, ব্যস্ত মানুষ

তরঙ্গিণীর তীর ঘেঁষে কংক্রিটের সমারোহ,

ঘাটে সারি বেঁধে নৌকা বাঁধা;

তরঙ্গিণীর উত্তাল ঢেউ, সৌন্দর্যে যৌবনা, 

প্রেমিকের ভিড়; 

খরস্রোতা তরঙ্গিণীতে কচুরিপানা বয়ে যায়,

মাঝিরা নৌকা বয়ে যায়,বয়ে যায় বয়টা হাতে

মায়াবিনি;

আমি তা অবাক হয়ে তাকিয়ে দেখি! 



আকাশ ঘন কালো অন্ধকার,

পাখিরা ছুটে চলছে দিগ- দিগন্তরে।

মেঘ গুলো হঠাৎ দাঁড়িয়ে যায়,

অঝোরে ঝরবে বলে।

তবে কি, আকাশ মেঘ গুলোকে আলিঙ্গন করে রাখে

বুক ভরা ভালবাসায়? 

হয়তো, হয়তো বা-না। 



গোধূলি এসে থমকে দাঁড়ায়

পদচিহ্ন গুলোও হারিয়ে যায়।

প্রকৃতি থামে,জীবন থামে,

বেলা শেষে সব থেমে যায়!

তবে কি, এভাবে সব থামবে বলেই জীবনের শুরু? 

হয়তো, হয়তো বা-না।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024