|
Date: 2023-05-31 16:03:01 |
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বুড়ি পুকুর এলাকায় পুকুরে পানিতে পড়ে মোহাম্মদ মোস্তাকিম(২)নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার ৩১ মে বিকাল সাড়ে ৫টার দিকে বুড়িপুকুর ৪নং ওয়ার্ড পাড়ায় এ ঘটনা ঘটে।শিশু মোস্তাকিম ওই এলাকার জয়নাল আাবেদীনের পুত্র।
নিহতের স্বজন যুবলীগনেতা অহিদুজ্জামান অহিদ জানান,মোস্তাকিম’কে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সবাই সবখানে খোঁজাখুঁজি করে পায়নি।
পরে পাশ্ববর্তী চাচার পুকুরের পানিতে
ভাঁসতে দেখে তার চাচী।ছেলেটি ওই পরিবারের একমাত্র সন্তান ছিলেন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান,একটি শিশু পুকুরে পড়ে মৃত্যু হয়েছে জেনেছি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© Deshchitro 2024