বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ত্রি-বার্ষিক স্কাউট সম্মেলনে কমিশনার পদে হোসনে আরা হাসি নির্বাচিত হয়েছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে স্কাউট সদস্যদের (ভোটারদের) প্রত্যক্ষ ভোটে তিনি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। তিনি মোরেলগঞ্জ উপজেলারন১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি চলমান কমিটিতে সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করে আসছেন। কমিশনার পদে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা রিয়া।
সোমবার সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর পরিবেশে উপজেলা কমপ্লেক্সে ভোট গ্রহণ চলে। ৯০৭ জন ভোটারের মধ্যে ৭৫১ জন এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন অফিসার মোস্তফা কামাল। রিটানিং অফিসার ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস।