◾ স্পোর্টস ডেস্ক


এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে পাকিস্তান। এই ম্যাচে পায়ের পেশিতে চোট পান মোহাম্মদ রিজওয়ান। চোট নিয়েও ভারতের বিপক্ষে দলকে জেতাতে সবচেয়ে বেশি লড়েন তিনি। তবে ম্যাচ শেষে সেই চোটের কারণেই তাকে হাসপাতালে যেতে হয়েছে। 


পাকিস্তান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল। 


সংবাদমাধ্যমটি বলছে, চোট নিয়েই ৫১ বলে ২ ছক্কা আর ৬ চারে ব্যক্তিগত সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন। তাতে ৫ উইকেটের জয় পায় দল। সোমবার রিজওয়ানের এমআরআই স্ক্যান করা হবে। 


এশিয়া কাপ শুরুর আগে থেকেই ইনজুরির সমস্যায় জর্জরিত পাকিস্তান শিবির। ছয় দলের এ প্রতিযোগিতা শুরুর আগেই হাঁটুর চোটে ছিটকে পড়েন দলটির সবচেয়ে তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। এরপর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে আগে অনুশীলনের সময় পিঠে চোট পেয়ে বাদ পড়েন আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম। সাইড স্ট্রেইনের জন্য এই টুর্নামেন্টে অভিষেক হওয়া পেসার শাহনেওয়াজ দাহানিও রোববার ভারতের বিরুদ্ধে খেলতে পারেননি।  


এশিয়া কাপে সুপার ফোর পর্বে পাকিস্তানের পরবর্তী ম্যাচ আগামী বুধবার (৭ সেপ্টেম্বর) শারজায় আফগানিস্তানের বিপক্ষে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024