|
Date: 2023-06-01 11:58:43 |
টাঙ্গাইলের মধুপুরে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ছেলে ও চালকসহ চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) দুপুর ২টার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের পাইটকা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ময়েন উদ্দিন (৪০), তার স্ত্রী ছাহেরা বেগম (৩৫), সিরাজ উদ্দিনের ছেলে সিয়াম (৫) ও একই গ্রামের অটোভ্যান চালক দারজ আলীর ছেলে ফরহাদ হোসেন (৪০)।
মধুপুর থানার উপপরিদর্শক মুরাদ জানান, অটোভ্যান নিয়ে ঘাটাইল হাসপাতাল থেকে ধনবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। দেওলাবাড়ী নামক স্থানে ঢাকাগামী বিনিময় (ঢাকা মেট্টো-ব-১৪-৩৬৪১) পরিবহনের সাথে মধুপুরগামী অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।
এছাড়া শিশু সিয়ামকে গুরুত্বর আহত হলে স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
© Deshchitro 2024