|
Date: 2023-06-01 12:46:19 |
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবি অভিযান চালিয়ে ১লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
১জুন (বৃহস্পতিবার) বিকালে টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ০১ জুন ২০২৩ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ নাজির পাড়া বিওপি'র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে আনুমানিক ২০০ গজ উত্তর দিকে আলুগোলা নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে নাজির পাড়া বিওপি'র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত এলাকায় গমন করে বেড়িবাঁধ সংলগ্ন কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।
আনুমানিক ০৮০০ ঘটিকায় টহলদল তিনজন ব্যক্তিকে একটি কালো পলিথিনের ব্যাগ হাতে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বর্ণিত স্থানের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের হাতে থাকা একটি পলিথিনের ব্যাগ ফেলে দিয়ে দ্রুত দৌড়ে কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি পলিথিনের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। পরবর্তীতে টহলদল উক্ত এলাকায় ০৯৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবা ট্যাবলেটগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ পরবর্তীতে তা উর্দ্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে তিনি জানান।
© Deshchitro 2024