|
Date: 2023-06-01 13:51:12 |
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে সুনামগঞ্জ – ৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আসাম-মেঘালয় সীমান্ত সংলগ্ন বোগলা,সুরমা, লক্ষীপুর ইউনিয়নত্রয়ে ৩ দিনের মতবিনিময়, পরিচিতি, সাক্ষাৎ কর্মসূচি অত্যন্ত সুচারু রুপে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করেছেন মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
১০-১২ টি মোটর সাইকেল নিয়ে ৩৫-৩৬ জন নিবেদিত জামায়াত-শিবির কর্মী গ্রামীন রাস্তা, বেড়িবাঁধ, নিতান্তই ভাঙাচোরা গত বন্যায় বিধ্বস্ত রাস্তা মাড়িয়ে একধরনের ঝটিকা সফরের মতই ছিল কর্মসূচিটি সাজানো।
পূর্ব থেকেই যোগাযোগ করে পয়েন্টে পয়েন্টে, দোকানের মোড়ে মোড়ে স্থানীয় নেতাকর্মীরা এলাকার সর্বস্তরের মানুষদের জড়ো করে রাখেন। প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী ও তার সফরসঙ্গী নেতৃবৃন্দ অত্যন্ত সাবলীল ও যুক্তিগ্রাহ্য ভাষায় দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, উন্নয়নকামী, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার গঠনের লক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। জনগন তার বক্তব্যকে স্বতস্ফুর্ত সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে আব্দুস সালাম আল মাদানীকে সমর্থনের আশ্বাস প্রদান করে।
তিনি প্রায় অর্ধশতাধিক স্কুল,কলেজ, সরকারি /কওমী মাদ্রাসা সহ বোগলা, টেংরা, চকবাজার, মহব্বতপুর বাজার, আলীপুর বাজার, রাবারডেম বাজারে গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া সম্প্রতি বজ্রপাতে নিহত ২ টি অসহায় হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করেন। পর্যায়ক্রমে ছাতক-দোয়ারাবাজার আসনের ২৩ টি ইউনিয়নের হাটবাজার, প্রতিষ্ঠান ও গ্রামগুলোতে চষে বেড়ানোর কর্মসূচি স্থানীয় সংগঠন নিয়েছে৷
মাওলানা আব্দুস সালাম আল মাদানী ছাতক-দোয়ারাবাজার আসনের সকল নাগরিকদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
© Deshchitro 2024