|
Date: 2023-06-02 02:04:19 |
দক্ষিণা আকাশ।
মৃদু বাতাস
বইছে দেখ হাওয়ায়-হাওয়ায়।
ক্লান্তির অবশেষ লাগছে বেশ।
ধূসর রঙের মেঘলা আকাশ
ছেয়ে গেছে গাং চিলে।
পাথর গুলো সিক্ত হলো,
ঝুম বৃষ্টি এলে।
শূন্য দিয়ে ভাসছে যেন
কঠিন পাথর গুলি।
হালকা আবেশ গায়ে মেখে
হল তাঁরা জড়সড়।
ঠান্ডা হাওয়ায় বৃষ্টি ফোঁটায়
মাটিতে লুটালো।
মাটিতে মাটিতে হলো খাটি।
ঢালু বেয়ে চললো,
তারা স্রোত ধারায়
মাঠের গায়।
তাইনা দেখে কৃষকেরা
তাকিয়ে থাকে ফসলের পানে।।
মুখমণ্ডলে তার আনন্দের রেখা আঁকে।।
© Deshchitro 2024