রাজশাহী সিটি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।  মেয়র ৪, সাধারণ কাউন্সিলর ১১২ ও সংরক্ষিত নারী কাউন্সিলর ৪৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

তবে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরেই তারা প্রচারণা শুরু করতে পারবে। 

শুক্রবার সকাল থেকে ১৬২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ শুরু হয়। তাঁদের মধ্যে মেয়র প্রার্থী ৪ জন পেয়েছেন তাঁদের নিজ নিজ দলীয় প্রতীক। এদের মধ্যে সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছেন দলীয় প্রতীক নৌকা , জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন লাঙ্গল, ইসলামী আন্দোলনের মুরশিদ আলম ফারকী পেয়েছেন হাতপাখা আর জাকের পার্টির লতিফ আনোয়ার পেয়েছেন গোলাপ ফুল।

কাউন্সিলরদের মধ্যে নির্বাচন কমিশন থেকে বেধে দেওয়া প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে প্রতীক পাওয়ার পরে বিকেল থেকেই প্রার্থীরা মাঠে নামছেন প্রচারণায়। মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বিকেল ৫টায় নগরীর কাশিয়াডাঙ্গা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। এর আগে প্রতীক পেয়ে তিনি সকালে নগরীর সিএন্ড বি মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় দলীয় নেতাককর্মীরা তার সঙ্গে ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024