শেরপুরের ঝিনাইগাতীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ জুন শুক্রবার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবগণের প্রশিক্ষণ ও সনদ প্রদানের মাধ্যমে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইউপি চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যবৃন্দ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইউপি চেয়ারম্যানরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের কাজে অনেক সহায়ক ও সুন্দর হয়েছে। বর্তমান সরকার এমন প্রশিক্ষণের আয়োজন করায় অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীগণ ধন্যবাদ জানান। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024