সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পিতা কর্তৃক নিজ কিশোরী কন্যাকে জোর পূর্বক ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় কন্যার নানী শ্যামনগর থানায় মামলা করেছেন। থানা পুলিশ পিতাকে আটক করে আদালতে সোপর্দ করেছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (৩১মে) শ্যামনগর উপজেলার নুরনগর ইউপির হরিনাগাড়ী গ্রামে। মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় মুখ চেপে নিজ কন্যাকে ধর্ষণ করে পিতা। কন্যার বয়স ১৫ বছর।

কিশোরীর নানী জানান, ঘটনার রাতে জোর পূর্বক ধর্ষণের পর বিষয়টি কাউকে না জানাতে ভয় ভীতি প্রদর্শন করে পিতা। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার পর শ্যামনগর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বৃহস্পতিবার পিতাকে আটক করতে সক্ষম হন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল বলেন এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শিশু কন্যার ডাক্তারী পরীক্ষার জন্য জেলায় প্রেরণ করা হয়েছে এবং আটক পিতাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024