|
Date: 2023-06-02 16:33:09 |
রাজবাড়ীর গোয়ালন্দে শান্তি বজায় রাখতে পুলিশের উঠান বৈঠক।
প্রতিনিধি.রাজবাড়ী
মাদক, সন্ত্রাশ, নাশকতা বন্ধে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজবাড়ীর গোয়ালন্দে উঠান বৈঠক করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সদস্যরা।
শুক্রবার ( ২ জুন ) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ সময় ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) স্বপন কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্যাবসায়ী সেলিম মুন্সি। উঠান বৈঠকে স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, সুশীল সমাজ, শিক্ষক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ছোট ভাকলা ইউনিয়নকে মাদক, সন্ত্রাশ, নাশকতা বন্ধে এলাকাবাসী বিভিন্ন মত প্রকাশ করেন।
প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) স্বপন কুমার মজুমদার বলেন, পুলিশকে সব সময় তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। আপনার এলাকার পরিবেশ সুন্দর রাখতে আপনাকেই এগিয়ে আসতে হবে। মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাশের তথ্য দিলে সাথে সাথে ওই সব খারাপ মানুষগুলোকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
© Deshchitro 2024