|
Date: 2023-06-02 17:39:06 |
বগুড়ার আদমদীঘিতে বিক্রি করার সময় ১শ ৮০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১জুন) সন্ধ্যায় উপজেলার নসরতপুর ইউপির দেলুঞ্জ গ্রামের রিপন তালুকদারের পুকুরের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আদমদীঘির সাঁওইল গ্রামের ইয়াকুব আলীর ছেলে হানজেল (৩১) ও আব্দুল মান্নানের ছেলে জাহিদুল ইসলাম (৩২)। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে আদমদীঘির পুশিন্দা হিন্দুপাড়ায় ভরনের মেলা বসে। এ সুযোগে পাশের দেলুঞ্জ গ্রামের জনৈক রিপন তালুকদারের পুকুরের পাশে রাস্তায় গাঁজা বেচাকেনা করার সময় উল্লেখিত দুই যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১শ ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
© Deshchitro 2024