হারিয়ে যাওয়া মেয়েকে বাবা-মায়ের হাতে তুলে দিল পুলিশ কাপাসিয়া থানা পুলিশ। 



গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া মেয়ে শারমিন আক্তার (২৫) কে ফিরে পেয়েছেন বৃদ্ধ বাবা তাইজ উদ্দিন। গতকাল শনিবার রাত ৮টায় থানা অফিসার ইনচার্জ এ এইচএম লুৎফুল কবির ও উপপরিদর্শক মিরাজ আহমেদ পরিবারের লোকজনের হাতে মেয়েকে তুলে দেয়। 


থানা সূত্রে জানা যায়,শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার চড়সিন্দুর ব্রিজে মেয়েটিকে ঘুরাফেরা করিতে দেখা যায় স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে থানা পুলিশ তাকে উদ্ধার করে। থানার জিডিতে উল্লেখ করা মেয়েটির ছবি দেখে চিনতে পেরে তার পরিবারকে খবর দেন।


পিতা-তাইজ উদ্দিন বলেন, গত ২৯/০৫/২৩ ইং তারিখে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের একডালা গ্রামের নিজ বাড়ি হতে বিকেল আনুমানিক ৫টায় ভারসাম্যহীন আমার এই তৃতীয় মেয়ে শারমিন আক্তার, কোন কারণ ছাড়াই নিজ বাড়ি হতে চলে যায়। অনেক খুঁজাখুজি করে না পেয়ে থানায় এসে একটি জিডি এন্ট্রি করি।পরে থানা পুলিশের সহায়তায় আমার মেয়েকে আজকে সন্ধ্যায় ফিরে পেলাম।


থানার ভারপ্রাপ্ত ওসি এ এইচএম লুৎফুল কবির বলেন, বৃদ্ধ বাবা তাইজ উদ্দিন (৭৫) মেয়ের ভোটার আইডি কার্ড নিয়ে এসেছেন। এছাড়াও আমরা প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করে যাচাই করে মেয়েেকে তার বাবা -মা -পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024