কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমর নদের উপর ১৮৮৭ সালে সর্বপ্রথম ইংরেজ সরকার নির্মাণ করেন সোনাহাট সেতুটি।এই সেতুটি  নির্মাণ বয়স  ১৩০ বছর  পার হলে মেয়াদ উত্তীর্ণ ও চলাচলের জন্য  ঝুকিপূর্ণ  হওয়ার কারনে ২০১৮-১৯ অর্থবছরে কুড়িগ্রাম সড়ক বিভাগের অধীনে দুধকুমার নদীর উপর ৬৪৫.০১৫ মি. দীর্ঘ সেতু নির্মানের উদ্যোগ নেয় সরকার। ২২/০৭/২০১৯ ইং তারিখে ১৩৬৩৩৭২০০২.৩৩৩( একশ ছত্রিশ কোটি তেত্রিশ  লক্ষ বাহাত্তর হাজার দুই টাকা দশমিক তিন তিন তিন পয়সা ) টাকা চুক্তিতে এম এম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জেডি) ঠিকাদার কোম্পানি কাজটি শুরু করে। ২২/০১/২০২১ ইং তারিখের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ২০২৩সালের জুন মাস এসেও কাজটি শেষ হয়নি। আগামী  এক বছরের মধ্যে কিভাবে এটি সম্পন্ন করা যায় এই উদ্দেশ্যে  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় সচিব জনাব এ বি এম আমিন উল্লাহ নুরী

শুক্রবার (২ জুন )বিকেল ৫ টার দিকে ভূরুঙ্গামারীতে  সেতুটি  পরিদর্শ করেন। সেই সাথে সোনাহাট স্থলবন্দর থেকে ভূরুঙ্গামারী- নাগেশ্বরী সড়ক ৪ লেনে উন্নীতকরন প্রকল্প ও সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেন।

কাজের মেয়াদ দুই দফা বাড়ায়ে নিয়ে ৩০ জুন ২০২২ ও৩০শে জুন ২০২৩ পরপর দুইবার কাজ শেষ করার কথা থাকলেও কাজ শেষ হয়নি, এটার কারণ জানতে চাইলে তিনি বলেন মূলত পরবর্তীতে ব্রিজের ডিজাইন চেঞ্জ হয়েছে জিনিসের দাম বেড়েছে এবং বর্ষার কারণে দেরী হয়েছে। আগামী বছরের মধ্যেই কাজ যেন শেষ  করা হয় এজন্যই আমি দেখতে এসেছি।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী  অফিসার দীপক কুমার দেব শর্মা তাকে ফুলেল শুভেচছা জানান।
পরিদর্শনে  তার সঙ্গী ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,  সোনাহাট  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়নুল ইসলাম লিটন,  উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক,  সচিবের একান্ত কর্মকর্তা মোজাহার উল আলম প্রমুখ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024