◾প্রশ্ন : হুজুর, আমার জানার বিষয় হলো, বর্তমানে প্রচলিত এটাস্ট বাথরুম আছে অর্থাৎ একপাশে গোসলখানা অন্য পাশে টয়লেট। আবার অনেক বাথরুমের ভেতর বেসিন থাকে। তো বাথরুমের ভেতর গোসল করার জায়গায় বা বেসিনে ওযু করলে ওযু করার দোয়া বা যেকোনো দোয়া পড়া যাবে কিনা? জানালে উপকৃত হবো। 

 - গোলাম রাব্বানী । সাভার



▪️উত্তর: (সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য) প্রশ্নোল্লিখিত এটাস্ট বাথরুম, যার এক পাশে গোসলখানা অপর পাশে টয়লেট এরকম বাথরুমে ওযু করার দোয়া বা যে কোন দোয়া পড়া যাবে না। তবে যদি প্রচলিত এটাস্ট বাথরুমের ভেতর গোসল করার জায়গা এবং টয়লেট করার জায়গার মাঝখানে কোন ধরনের পর্দা থাকে; চাই সেটা কাপড় দিয়ে হোক কিংবা গ্লাস দিয়ে হোক। অথবা টয়লেট গোসলখানা থেকে অনেকটা উঁচুতে থাকে ও গোসলখানায় সাধারণত টয়লেটের ময়লা বা দুর্গন্ধ আসে না এরকম পার্থক্য থাকে এবং বাথরুম প্রশস্ত হয়, এমতাবস্থায় ওযু করার দোয়া বা অন্য কোন মাসনূন দোয়া আস্তে-আস্তে পড়া যাবে। কিন্তু এক্ষেত্রে গোসলখানা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা জরুরি। 


উপরোক্ত পদ্ধতি না হলে বাথরুমে প্রবেশ করার আগে প্রবেশ করার দোয়া এবং বের হওয়ার পর বের হওয়ার মাসনূন দোয়াগুলো পড়ে নিবে। (আল্লাহ তাআলা সবচে' ভালো জানেন)


▪️সূত্র: (আহসানুল ফতোয়া-২/৩৭,৩৮) (ফতোয়ায়ে উসমানী-১/৩১৪) (ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত-৩/৫৬,৫৫) (ফতোয়ায়ে শামী- ১/১৫৬) (



◾ সমাধানে- মুফতী উসমান গণী নোমানী

মুহাদ্দিস, জামি'আ ইসলামিয়া আরাবিয়া বলিয়ারপুর, সাভার , ঢাকা।



প্রিয় পাঠক, আপনার দৈনন্দিন জীবনে ইসলামী বিষয়ক যত মাসলা মাসায়েল রয়েছে তা জানতে এবং সমাধানের জন্য যেকোনো প্রশ্ন করতে পারেন নিম্নোক্ত ঠিকানায়- 

osmangoninomani@gmail.com

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024