নির্ভেজাল জীবন যাপন এই তো আছি বেশ চাওয়া নাই পাওয়া নাই দিন গেলেই বাচি। যত ভেজাল সব আছে মাটি থেকে সবজি অব্দি এর পরেও আরো ভেজাল মানুষের মগজের বিরাজ। আম জাম কলা কচু সবেতেই দেওয়া ফরমালিন বাকি নাই ফুল লতা পাতা সব যেন ঔষধের খনি। এই জীবন যেন ভেজাল যুক্ত যা আছে নজরে সীমিত যন্ত্র পাতি তাতেও ভেজাল টেকসই নয় যা থাকে। জীবনের ওপর নাম পানি তাতেও রয়েছে ক্যমিকাল খেলেই হবে ক্ষতি জীবন বাঁচানোর চেষ্টা বৃথা। সব ভেজালের নির্ভেজাল আমি তেল দেয় না কোনো কাজে হলে হবে ,নাহলে নাই তর্ক বিতর্ক নাই প্রশ্ন। প্রকৃতি দেয়নি ধোঁকা ধোঁকা দিয়েছে মনুষ্য জীব সর্ব কালের শ্রেষ্ঠ বলে তাই সব ভেজালের গোঁড়া সেই।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024