যেতে পারলাম কোথায়.....

লেখক: ঋতি ঢালী মিতু


নৌকা উঠার পর বুঝলাম যাওয়ার সময় এখনও হয়নি, যতক্ষণে ভাবছি ততক্ষণ তরী ছুটেছে ওপর যাওয়ায় জন্য। যখন মাঝ নদীতে এলো বললাম ফিরে চলো খেয়ার মাঝি- বললো আর হবে না যাওয়া তবে না হয় থেমেই যাই। থেমে গিয়েছে তরী সেখানেই এপার ওপার দুকূল গেল আমার হয়নি ফিরে আসা হয়নি যাওয়া আজও সে আসেনি আমায় নিতে। যেতে পারলাম কোথায়।


........পার্থ কুমার, ডুমুরিয়া, খুলনা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024