|
Date: 2023-06-03 04:42:24 |
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি স্বামী-স্ত্রী কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার মালশন মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আদমদীঘির সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের রুস্তম আলীর ছেলে শরিফুল ইসলাম টুকু (৫৪) ও তার স্ত্রী শাহানাজ বেগম (৪০)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, শুক্রবার (২ জুন) রাত সাড়ে ১০ টায় সান্তাহার ইউনিয়নের মালশন মোড়ে দুই ব্যক্তি মাদক বেচাকেনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বামী স্ত্রী কে আটক করা হয় এবং তাদের নিকট থেকে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আজ শনিবার (৩ জুন) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024