বজরা ইউনিয়নকে চাটখিল সোনাইমুড়ি সংসদীয় আসন ১ থেকে  বাদ দিয়ে সেনবাগ ২ এর সাথে সংযুক্ত করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ।ফলে সোনাইমুড়ি থানার ৪টি ইউনিয়ন বারগাঁও,নাটেশ্বর,অম্বনগর,বজরা সেনবাগ ২ সংসদীয় আসনে অন্তরভূক্ত হলো।

উল্লেখ্য ২০০৮ সালে ১০টি ইউনিয়ন ১টি পৌরসভা নিয়ে বেগমগঞ্জ উপজেলা থেকে বাদ দিয়ে সোনাইমুড়ী উপজেলা গঠন ও সীমানা নির্ধারণ করে তাকে চাটখিল সোনাইমুড়ী সংসদীয় ১ আসনে অন্তর ভূক্ত করা হয়। সম্প্রতি গত ২৩\০২\২৩ তারিখে মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব ও সংসদ সদস্য এসএম ইব্রাহিম এমপি স্বাক্ষরিত একটি আবেদন মাধ্যমে চাটখিল সোনাইমুড়ী সংসদীয় ১ আসনের ১০টি ইউনিয়ন থেকে ১টি ইউনিয়ন(বজরা)বাদ দিয়ে সংসদীয় আসন সেনবাগ ২ তে অন্তর্ভুক্ত করে নতুন সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করার জন্য নির্বাচন কমিশনের নিকট আবেদন করা হয় । পরবর্তীতে গত কয়েক মাস যাবত এর গুঞ্জন শোনা গেলেও গত ১০\০৫\২০২৩ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আবেদনটি ভাইরাল হওয়ায় সাধারণ জনগণ,বিভিন্ন মহল,সচেতন সমাজ,সামাজিক সংগঠন সহ রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয় আলোচনা সমালোচনার তারি ফল সূতিতে মানব বন্ধন সহ সাধারন জনগন বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলো।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023