চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানা বাদ ইউনিয়নে জায়গা জমির বিরুদ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পিঠিয়ে মোঃ কাইছার শিকদার নামে একজন খুন করা হয়েছে। ২জুন ২০২৩ শুক্রবার সন্দা ৭.৩০ মিনিটের সময় স্হানীয় ওয়ার্ড আওয়ামিলীগ অফিসের সামনে এঘটনা ঘটে বলে জানা যায়।


সরজমিমিনে গিয়ে জানা যায়, স্থানীয় ওমর আলীর পরিবারের সঙ্গে একই এলাকার আলম নুরের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জমির বিরোধ নিয়ে দুইপক্ষের মধ্য কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে মোহাম্মদ কায়সার সিকদারকে গুরুতর আহত করে।  পরে স্থানীয়দের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কায়সার সিকদারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনায় জড়িত আলম নুর ও তার ছেলে আকবরকে আটক করে। জানা যায় নিহত কাইছার শিকদার ৯ নং ওয়ার্ড আওয়ামিলীগে সহ-সভাপতি ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আলম নুর ও আকবর নামে দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024