হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মাওলার বিরুদ্ধে এক সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানীর অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। আগামী ৮ জুন শহরের পিটিআই সড়কে অবস্থিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে। গত ১ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিনের স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেয়া হয়।


এতে বলা হয়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মাওলার বিরুদ্ধে সিলেট বিভাগীয় কার্যালয়ে যৌন হয়রানীর অভিযোগ করেন প্রাথমিক সহকারী শিক্ষিকা বেগম আফসানা আক্তার। 


শিক্ষিকার এ আবেদনের প্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১ টায় শহরের পিপিআই সড়কস্থ অফিসে সরেজমিন তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে প্রয়োজনীয় সাক্ষ্য ও প্রমাণাদিসহ যথাসময়ে উপস্থিত থেকে তদন্ত কার্যক্রমে সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়। 


এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মাওলার ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024