|
Date: 2023-06-04 02:51:25 |
◾মোঃ শাহাজান ইসলাম : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ২৫০(দুইশত পঞ্চাশ গ্রাম) গাঁজাসহ ১(এক) জন আসামীকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রামগোবীন্দপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন শ্যামনগর থানা পুলিশ ।
গতকাল ৩ই জুন রোজ (শনিবার) সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় শ্যামনগর থানার অফিসার ও ফোর্স থানা এলাকায় এএসআই নিজাম উদ্দিন ও তার টিম সহ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেছেন। এএসআই নিজাম উদ্দিন গ্রেফতার ও তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদক ব্যাবসায়ী রিপন তরফদার (২৪) পিং মুনছুর মিস্ত্রী, সাং রামগোবিন্দপুর এলাকার তেঘরিয়া কামালের মোড় থেকে ভোর ৫ টায় সময় 500 গ্ৰাম গাঁজা সহ তাকে আটক করা হয়।
উল্লেখ্য যে, গাঁজা ও বিভিন্ন ধরণের মাদকব্যাবসায়ী রিপন তরফদার এর আগে ও মাদক মামলায় ৩ বার গ্রেফতার হয়ে জেলহাজট থেকে জামিন নিয়ে বের হয়েছে ।
© Deshchitro 2024