|
Date: 2023-06-04 06:49:30 |
পটুয়াখালীর রাঙ্গাবালীতে নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গাছ বনের পশ্চিম পাশের রাবনাবাদ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
তবে উদ্ধার হওয়া লাশের এখনও কোন পরিচয় পাওয়া যায়নি। আনুমানিক ২০ বছর বয়সী এ লাশটি কোন পুরুষের; এমনটি জানান পুলিশ।
পুলিশ আরও জানান, শনিবার দুপুর ২ টায় লাশটি নদীতে ভেসে থাকার খবর জানান স্থানীয় গ্রাম পুলিশ সাগর সর্দার। এ খবর পেয়ে রাঙ্গাবালী থানা পুলিশ ও পায়রা বন্দর নৌ-পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অবস্থায় ওই লাশ উদ্ধার করে। এসময় লাশের গায়ে সাদা-কালো স্টেপের গেঞ্জি ছিল বলে জানান উদ্ধারকারীরা।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাতনামা লাশের বিষয়ে রাঙ্গাবালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এই মামলাটি পায়রা বন্দর নৌ-পুলিশ ফাড়ি তদন্ত করবে।
© Deshchitro 2024