|
Date: 2023-06-04 10:38:57 |
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪), সাব-কম্পোনেন্ট ২.৫ এর আওতায় আউট অব স্কুল চিল্ড্রেন কার্যক্রমের শিক্ষক ও সুপারভাইজারদের ২ দিনব্যাপী রিফ্রেসার্স/সতেজীকরণ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। ৪ জুন রবিবার সকাল ১০টায় ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রত্যয় এর নির্বাহী পরিচালক রোকেয়া জাহানের সভাপতিত্বে ও প্রোগ্রাম সুপারভাইজার শাহ আলমের সঞ্চালনায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা প্রমোশনাল রিসার্স এ্যাডভোকেসি ট্রেনিং এ্যাকশন ইয়ার্ড (প্রত্যয়) এর বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো শেরপুরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রহুল আমিন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ, প্রত্যয় এর জেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাফুজার রহমান মন্ডল, শেরপুর সদর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ সায়েদুর রহমানসহ অন্যান্যরা।
© Deshchitro 2024