চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তর বিভাগ কর্তৃক  "ট্রাফিক পক্ষ -২০২৩ " এর শুভ উদ্বোধন করা হয় ।

৪ জুন ( রোববার)  ট্রাফিক উত্তর বিভাগের আওতাধীন নগরীর  দামপাড়াস্হ  গরীবুল্লাহ শাহ মাজার  এলাকায় সোহাগ বাস কাউন্টারের সামনে  "ট্রাফিক পক্ষ -২০২৩ " এর শুভ  উদ্বোধন করেন  সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) । এসময় সোহাগ বাস কাউন্টারের ভিতরে "স্বপ্নযাএী ফাউন্ডেশন" এর সহায়তায় গাড়ির জন্য অপেক্ষমান যাত্রীদের সুবিধার্থে একটি পাঠাগার (বুক কর্নার) ও উদ্বোধন করা হয় ।

এ সময় তিনি ট্রাফিক পক্ষ -২০২৩ উপলক্ষে    রাস্তায় চলাচলরত গাড়ির চালক ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং পরিবহনের মালিক, চালক ও জনসাধারণকে ট্রাফিক আইন-কানুন মেনে চলার আহ্বান করেন এবং  যাত্রী উঠানামা করার জন্য ট্রাফিক উত্তর বিভাগ কর্তৃক  নির্ধারিত বাস স্টপেজ পরিদর্শন করেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)  ফয়সল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)  এম এ  মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর )  জয়নুল আবেদীন,  উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ)  এন এম নাসিরউদ্দিন, উপ-পুলিশ কমিশনার ( দক্ষিণ) মোস্তাফিজুর রহমানসহ অতিঃ উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক উত্তর  বিভাগের সকল ট্রাফিক ইনস্পেক্টরসহ বিভিন্ন পরিবহনের মালিক/চালক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল-কলেজের স্কাউট এর  সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024