|
Date: 2023-06-04 13:20:31 |
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খান কে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের(গাউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার রাষ্টপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা.রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয় ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০’ এর ধারা ৭(১) ও ৭(২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তিনি এ নিয়োগ পেয়েছেন। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
© Deshchitro 2024