|
Date: 2022-09-06 10:55:23 |
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা, চাক পাড়া, খারিজাগাঁতি ও মোল্লাপাড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পদ্মানদীর ভাঙ্গন হতে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
আজ মঙ্গলবার সকালে প্রচন্ড বৃষ্টি কে উপক্ষা করে পদ্মানদী তীরবর্তী গ্রাম রক্ষায় বাধ নির্মানের দাবিতে উপজেলার রাজাবাড়ীহাট এলাকায় রাজশাহী-চাপাই মহাসড়কে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড,ফেস্টুন ও ব্যানার নিয়ে ছাত্র,শিক্ষক, কৃষক,মজুরসহ সর্বস্তরের ভুক্তভোগী এলাকাবাসী এ মানব বন্ধন করে।
মানববন্ধনে এলাকাবাসী দাবি জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মার প্রবল ভাঙ্গনে কৃষি আবাদিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, আমবাগান, কলা বাগানসহ অসংখ্যা ঘরবাড়ী বিলিন হয়ে গেছে। গত ৬ বছর থেকে লাগাতার ভাঙ্গনে নদী গর্ভে তলিয়ে গেছে কয়েক হাজার বিঘা এলাকার ফসলি জমি, আম বাগান, ঘরবাড়ী । হুমকির মুখে রয়েছে বসতবাড়ি, সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এলাকার মানুষ ঘরবাড়ী হারিয়ে নিঃস্ব হয়ে গেলেও ভাঙ্গন রোধে নেই কোন কার্যকারী পদক্ষেপ। পদ্মায় পনি বৃদ্ধির সাথে সাথে ভাঙ্গন কবলিত এলাকায় শুরু হয়েছে আবারো ভাঙ্গোন। বাঁধ না দিলে পুরে এলাকা পদ্মায় বিলিন হয়ে যাবে।
উল্লেখ্য যে, গত বছরও বষা মৌসুমে প্রমত্ত পদ্ধা পাড়ে প্রচন্ড নদী ভাঙ্গনে আবাদী জমি, বাগান ঘরবাড়ী বিলিন হতে থাকলে পানি উন্নয়ন বোর্ড তড়িঘড়ি করে জিও ব্যাগ এবং বালির বস্তা ফেলে। গত বছর ভাঙ্গন কবলিত এলাকা উপজেলা প্রশাসন, জন প্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন করলেও নদীর তীর রক্ষা বাঁধের কোন ব্যাবস্থা করেনি বলে ভুক্তভোগী এলাকাবাসীর দাবী।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বললে জানা যায় তারা বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ের নিকট চাহিদা দিলেও এখনো বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করতে পারছেন না।
© Deshchitro 2024