গত রোববার বিকাল চার ঘটিকায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের (এলইডিপি) আওতায় জব ফেয়ার,সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ‌। মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলা হতে আগত প্রশিক্ষণ কোর্স সমাপ্তকারী শিক্ষার্থীদের পদচারণায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে । এর আগে উক্ত প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জ জেলার অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে প্রফেশনাল আউটসোর্সিং ট্রেইনিং এর অন্তর্ভুক্ত গ্রাফিক ডিজাইন,ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং কোর্স সমূহের উপরে পঞ্চাশ দিনব্যাপী প্রশিক্ষন কোর্স সমাপ্ত করেন । 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোঃ মনির হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদ এলাহী ও লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোঃ শরিফুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হুমায়ুন কবির, প্রকল্প পরিচালক (উপসচিব), লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প । অতিথিগণ তাদের বক্তব্যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নে জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও আইসিটি বিভাগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । প্রশিক্ষকগণ ও প্রশিক্ষণ কোর্স সমাপ্তকারী শিক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতা ও প্রাপ্তিসমূহ তুলে ধরেন । পরবর্তীতে সার্টিফিকেট বিতরণ শেষে অংশগ্রহণকারীগন জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জব ফেয়ারের বিভিন্ন স্টল ঘুরে দেখেন, সেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন চাকরি সম্পর্কে তাদের বিস্তারিত ধারণা প্রদান করা হয় ।


উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও শিক্ষিত জনগোষ্ঠীর মাঝে বেকারত্ব দূরীকরণে বাংলাদেশ সরকারের উল্লেখযোগ্য বিভিন্ন প্রকল্পের মধ্যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প অন্যতম । এই প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ শেষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তরুন তরুণীরা হয়ে উঠছেন একজন দক্ষ ফ্রিল্যান্সার । বেকারত্বের অভিশাপ ঘুচিয়ে ভিজিটাল বাংলাদেশের ফ্রিল্যান্সাররা প্রতিনিয়তই কৃতিত্ব দেখাচ্ছে দেশ ও দেশের বাহিরে ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024