মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে বৃক্ষরোপন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ এই প্রতিপাদ্য-কে সামনে রেখে সোমবার (৫ জুন) সকাল ১১টায় শ্রীমঙ্গল পৌরসভা প্রাঙ্গণে বৃক্ষরোপন, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে পরিবেশবাদী সংগঠন পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা শাখা।

সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ সাহারাব ইসলাম রুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব ভট্টাচার্যের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া মধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র,

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ ফজলুল হক, এসআই রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটি বৃহত্তর সিলেট অঞ্চলের সভাপতি সালাউদ্দিন, সহ-সভাপতি আমজাদ ইসলাম খান, সম্পাদক পরিমল সিং বারাইক, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা আঁখি,  ব্যবসায়ী ফয়সল আহমেদ প্রমুখ। সংগঠন সুত্রে জানা যায়, পরিবেশ দিবস উপলক্ষে 

সংগঠনের পক্ষ থেকে শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন স্থানে ১৫০টি বৃক্ষরোপন করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024