|
Date: 2023-06-05 08:58:34 |
প্রতিপাদ্য-" প্লাস্টিক দূষণের সমাধানে-সামিল হয় সকলে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯ ঘটিকার সময় সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ এম মনসুর আলী অডিটেরিয়ামে এসে শেষ করে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রসাশক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -২ আসনের সংসদ সদস্য, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার) , বীর মুক্তিযোদ্ধা অ্যাড, কে. এম. হোসেন আলী হাসান সভাপতি, জেলা আওয়ামী লীগ সিরাজগঞ্জ। আব্দুস সামাদ তালুকদার সাধারণ সম্পাদক, গণপতি রায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদ হোসাইন সহকারী কমিশনার এপিএল সংক্রান্ত সেল, আব্দুল গফুর সহকারি পরিচালক পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ। গ্রীন ক্লিন সিরাজগঞ্জের আশিক আহমেদ প্রমুখ এছাড়াও,অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024