সাতক্ষীরার তালার জেয়ালায় দুগ্ধপল্লীর দুধ ব্যবসায়ী প্রশান্ত ঘোষকে ৯৬৫ কেজি ভেজাল দুধ ও ৩৫০ কেজি জেলিসহ আটক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।

 তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনার কালে  ব্যবসায়ী ৫ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। এছাড়া জরিমানার টাকা অনাদায়ে এক বছর কারাদণ্ডের রায় দেন তিনি।

সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, দুগ্ধপল্লী খ্যাত তালার জেয়ালা গ্রামে ভেজাল দুধ তৈরি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভেজাল দুধ প্রস্তুতের অভিযোগে প্রশান্ত ঘোষকে আটক করা হয়। পরবর্তীতে তার বাড়িতে অভিযান চালিয়ে জেলি মিশ্রিত ৯৬৫ কেজি ভেজাল দুধ ও ৩৫০ কেজি জেলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধারকৃত দুধ দুইবার পরীক্ষা করে দেখা গেছে তাতে আরটিফিশিয়াল গ্লুকোজ রয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৫ লক্ষ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ডের রায় দেন। এছাড়া জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডের রায়ও ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত প্রশান্ত ঘোষ তালা কেন্দ্রীয় দুগ্ধ সমবায় সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আসামিকে বিকেল ৫টার দিকে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে।

তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস জানান, ভেজাল দুধ তৈরির সরঞ্জাম ও ভেজাল দুধসহ প্রশান্ত কুমার ঘোষ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত দুধ পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেছে সেটাতে আর্টিফিশিয়াল গ্লুকোজ রয়েছে। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডের রায় দেয়া হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024