|
Date: 2023-06-05 14:07:55 |
ডোমার পৌরসভার সর্বস্তরের জনগণের সহিত ,মত বিনিময় ও আলোচনা সভায় পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু বলেছেন, কিছু সত্য নিশি মহল ডোমার পৌরসভার উন্নয়ন কাজে বাধা দিচ্ছে পরে পৌর মেয়র তাদের নাম ধরে বলেন,বাবলা (লাদেন) ডোমার পৌরসভারয় মাস্টার রোলে চাকরি করতেন লাদেন আমার কাউন্সিলর ও সচিবকে মারতে গেলে তাকে চাকরি থেকে বরখাস্ত করি, তার কারনে সে আমার বিরুদ্ধে নানা ভাবে বিভিন্ন জায়গায় অভিযোগ করেন , এবং ডোমার পৌরসভার উন্নয়ন কাজে বাধা দেন ।
তিনি আরো বলেন, ডোমারে আরেক টা ছেলে,আইয়ুব ডোমারে সকল খাস জমি দখল করে আছে, তিনি এত বড় বড় কথা বলে , আইয়ুব ও লাদেন ডোমার পৌরসভার উন্নয়ন কাজে আগামীতে বাধা দিলে আমরা তাদের নামে মামলা দায়ের করবো
রবিবার (০৪ জুন) রাতে ডোমার বাটার মোড় রুবেল চত্বরে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।
এ সময় পৌর ০৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান তুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র সেলিম রেজা, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারুল হক, ০৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ওহিদুল ইসলাম, পৌরসভার ইজারাদার রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কথিত সমাজসেবক আইয়ুব এবং বাবলা নিজেদের ফায়দা হাসিলের জন্য সাধারণ রিকশা ভ্যানচালকদের ব্যবহার করছে। পৌরসভার কর আদায় করা কোনো আইন বহির্ভূত কাজ নয়। তারা পৌরসভার উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালাচ্ছে। তাদের বিরুদ্ধে অতিসত্বর আইনি পদক্ষেপ নেবে ডোমার পৌর প্রশাসন।
এ ব্যাপারে জানতে চাইলে আইয়ুব জানান, ন্যায্য কথা বলায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
উল্লেখ্য, ডোমার পৌরসভা এলাকাকে টোলমুক্ত করার দাবিতে ডোমারে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছেন রিকশা-ভ্যান ও অটো চালকেরা। শনিবার (০৩ জুন) সকালে ডোমার রেলগেটে এই অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা। দাবী আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। উক্ত কর্মসূচীর নেতৃত্ব দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নেতা আইয়ুব, সমাজসেবক বাবলা (লাদেন)।
© Deshchitro 2024