|
Date: 2023-06-05 14:54:50 |
নরসিংদীর পলাশে ট্রলি উল্টে এক চালক নিহত হয়েছে। নিহতের নাম মোস্তফা মিয়া (১৮)। সোমবার (৫ মে) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের খাওগাইর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের গাজী মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোস্তফা সকালে ডাংগা থেকে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের খাওগাইর এলাকার একটি রাস্তার কাজের জন্য ট্রলিতে ইট বোঝাই করে বের হয়। পরে সকাল সাড়ে ১০টায় ট্রলি নিয়ে ওই রাস্তায় পৌঁছায় মোস্তফা। বেলা ১১টায় কাজ শেষে ট্রলি নিয়ে রাস্তা থেকে একটু সামনে আসার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এসময় ট্রলির নিচে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই মো: মঞ্জুর রহমান জানান, নিহত মোস্তফার পরিবার কোন মামলায় যাবে না এবং ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহনের জন্য আবেদন করে। পরে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024