ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই গ্রামে নতুন নির্মাণ হওয়া প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পে বাড়ির আঙিনায় বৃক্ষরোপণ করেন সোমভাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল্লাহ মেম্বার।


তিনি এসময় বিভিন্ন ফল গাছ ও কাঠ গাছ আশ্রয়ণের বাড়ির আঙিনায় রোপণ করেন। এতে রয়েছে আম গাছ, কাঁঠাল গাছ, মেহগুনি গাছ ইত্যাদি।


এতে আশ্রয়ণের মানুষ অনেক আনন্দ প্রকাশ করেন। তারা বলেন ফ্রিতে গাছ পেয়ে সত্যিই আমরা খুবই আনন্দিত।


মোঃ শহিদুল্লাহ মেম্বার দৈনিক দেশচিত্রককে বলেন গাছ মানুষের বন্ধু। মানুষ নানা প্রয়োজনে বৃক্ষ নিধন করছে। ফলে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। বাতাসে অক্সিজেনের পরিমাণ হ্রাস পাচ্ছে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত বেশি বেশি বৃক্ষরোপণ করা। সে লক্ষ্যেই এমন কর্মসূচি হাতে নেওয়া। আমাদের দেখে অন্যরা যেন উৎসাহিত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024