|
Date: 2023-06-06 02:08:20 |
কেন্দ্র ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রীপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত হত-দরিদ্রদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলহাজ্ব শাহজাহান ফকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. কে. এম. ফজলুল হল মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রধান করেন শাহ রিয়াজুল হান্নান, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আক্তারুল আলম মাষ্টার, সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রুহুল আমিন মোল্লা সহ শ্রীপুর উপজেলা বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্য বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শে দেশের উন্নয়নের ক্ষেত্রে বিএনপির কর্মীরা সবসময় কাজ করে যাবেন। বক্তরা আরো বলেন বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করে রাখা হয়েছে, বর্তমানে মামলা হামলার ভয় বিএনপি করে না।
কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাউকে ভয় করে চলে না, তিনি আরো বলেন আগামী তে জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না দিতে পারলে বৃহত্তম আন্দোলন গড়ে তুলবে।
এ সময় অনুষ্ঠানে বক্তারা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রধান করেন। এবং হত দরিদ্রদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
© Deshchitro 2024