রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ “প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে ঈশ^রীপুর ও রমজাননগর ইউনিয়ন পরিষদে ৫ জুন বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

“সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এ শ্লোগানের উপর ভিত্তি করে সিএমএলআরপি কর্মসূচির আওতায় বিশ^ পরিবেশ দিবসে উভয় ইউনিয়ন পরিষদে র‌্যালী, আলোচনাসভা, বৃক্ষ বিতরণ সহ অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ঈশ^রীপুর ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এ্যাড. জি এম শোকর আলী ও রমজাননগর ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কারিতাস শ্যামনগর অফিসের প্রোগ্রাম অফিসার সুমন কুমার মালাকার, কারিতাস কর্মকর্তা সাগরিকা সিং, দেবব্রত মন্ডল, হরিদাস মন্ডল, ইউপি সদস্যবৃন্দ প্রমুখ। আলোচনাসভা শেষে প্রকল্পভুক্ত নারীদের মধ্যে ফলবান বৃক্ষ বিতরণ করা হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024